মেসির জাদুতে জয় ইন্টার মায়ামির
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫

ম্যাজিস্ট্রিয়াল পারফরম্যান্সে লিওনেল মেসি দুই গোল ও একটি অ্যাসিস্ট দিয়ে ইন্টার মায়ামিকে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে দিলেন। এই জোড়া গোলের মাধ্যমে তার মোট গোল সংখ্যা ২২-এ পৌঁছে, যা তাকে এমএলএস গোল্ডেন বুট তালিকার শীর্ষে বসিয়েছে।
আজ ভোরে ম্যাচে মায়ামির জন্য প্রথম গোল করেন তাদেও আলেন্দে। এরপর মেসি তার জাদু দেখিয়ে পরের দুই গোল করেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে জর্দি আলবারের নিখুঁত পাস থেকে প্রথম গোলটি করেন মেসি। ৮৫ মিনিটে সার্জিও বুসকেটসের পাসে ড্রিবল করে দুর্দান্ত শটে তিনি নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন।
ডিসি ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ান বেনটেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। ম্যাচের শেষদিকে বদলি জ্যাকব মুরেল ব্যবধান কমালেও, মেসির জাদু ইন্টার মায়ামির জয় নিশ্চিত করে।
ডেভিড বেকহ্যামের ক্লাব জুলাইয়ের মাঝামাঝি টানা তিন ম্যাচের পরে প্রথমবারের মতো লিগে টানা দ্বিতীয় জয় পায়। ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।