এমিরেটসে আর্সেনালের বড় জয়, দর্শকদের কটাক্ষে ক্ষুব্ধ মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩

সংগৃহীত

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। এই হারের মধ্য দিয়ে থেমে গেছে ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা।

শীর্ষ দলের বিপক্ষে চার গোল হজম করায় ম্যাচজুড়েই হতাশ দেখা যায় অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। ম্যাচ শেষে তার অস্বস্তি আরও বাড়ে দর্শকদের কটাক্ষে।

শেষ বাঁশি বাজার পর টানেলে ফেরার পথে আর্সেনাল সমর্থকেরা বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে লক্ষ্য করে বিদ্রূপ করতে থাকেন। সে সময় এক সমর্থক চিৎকার করে বলেন, ‘ইউ আর র‍্যাটল্ড!’ (তুমি নার্ভাস হয়ে পড়েছ)। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন মার্তিনেজ। উত্তেজিত অবস্থায় তাকে দর্শকদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে টেনে নিয়ে যান।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এদিকে, এই জয়ের মাধ্যমে বছর শেষ করল আর্সেনাল লিগে মাত্র দুই হার নিয়ে। ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার দল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। আর এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top