বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

২০২৬ সালে আর্জেন্টিনার নিশ্চিত ম্যাচ সূচি

দুই শিরোপার লড়াইয়ে ২০২৬ এ আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৪:৩৭

সংগৃহীত

নতুন বছরে ব্যস্ত সূচির অপেক্ষায় আর্জেন্টিনা ফুটবল দল। বছরের শুরুতেই শিরোপার লড়াই, এরপর বিশ্বকাপ—সব মিলিয়ে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যদের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আরও একটি ট্রফি জয়ের সুযোগ পাচ্ছে লিওনেল মেসির দল।

**ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা**

২০২৬ সালে আর্জেন্টিনার প্রথম অফিসিয়াল ম্যাচ হবে বহুল আলোচিত ফিনালিসিমা। কোপা আমেরিকা ২০২৪–এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে এই ম্যাচে। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ফাইনালটি।

এই ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আর কোনো প্রীতি ম্যাচ খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় অতিরিক্ত কোনো ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি।

**বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ**

বিশ্বকাপ শুরুর আগে জুনের প্রথম সপ্তাহে থাকবে আরেকটি ফিফা আন্তর্জাতিক উইন্ডো। সাধারণত এই সময় দলগুলো শেষ প্রস্তুতি হিসেবে ম্যাচ খেলে থাকে। তবে এই উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ, ভেন্যু কিংবা ম্যাচগুলো দেশের মাটিতে হবে কি না—সবই এখনো অনিশ্চিত।

**বিশ্বকাপে গ্রুপ ও সম্ভাব্য পথচলা**

জুনের মাঝামাঝিতে শুরু হবে বছরের সবচেয়ে বড় আসর—২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা রাউন্ড অব ৩২-এ খেলবে মায়ামিতে, যেখানে প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ। ওই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

গ্রুপে দ্বিতীয় হলে খেলতে হবে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়নের বিপক্ষে। আর সেরা তৃতীয় দল হিসেবে পরের পর্বে উঠলে প্রতিপক্ষ নির্ধারিত হবে পয়েন্ট, গোল ব্যবধানসহ ফিফার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী।

**বিশ্বকাপের পরও ব্যস্ততা**

বিশ্বকাপ শেষ হওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে আবার মাঠে ফিরবে আর্জেন্টিনা। তখন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বছরের শেষ ফিফা উইন্ডোতেও আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এসব ম্যাচের তারিখ, প্রতিপক্ষ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।


২০২৬ সালে আর্জেন্টিনার নিশ্চিত ম্যাচ সূচি
আর্জেন্টিনা বনাম স্পেন (ফিনালিসিমা)
২৭ মার্চ | লুসাইল স্টেডিয়াম

(বিশ্বকাপ গ্রুপ পর্ব)

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
১৬ জুন |কানসাস সিটি

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২২ জুন | ডালাস

আর্জেন্টিনা বনাম জর্ডান
২৭ জুন | ডালাস


এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top