শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

মাত্র ১৪ বছরে প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার পেলেন ক্রিকেটার বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২

সংগৃহীত

মাত্র ১৪ বছর বয়সে নিজের ক্রিকেট দক্ষতায় সবাইকে তাক লাগানো বৈভব সূর্যবংশী ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার। আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈভব ও অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা সাক্ষাৎ করবেন।

বিহারের এই কিশোর ব্যাটার মাঠের বাইরে থাকতে হলেও দেশের সর্বোচ্চ শিশু সম্মান পাওয়ায় উচ্ছ্বসিত। তবে পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিনি বিজয় হাজারে ট্রফির বাকি ম্যাচগুলো খেলতে পারছেন না। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া বিরল ও মর্যাদার।

বৈভবের সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে এই সম্মান এনে দিয়েছে। অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে মাত্র ৮৪ বলে ১৯০ রান করার মতো অসাধারণ ইনিংস খেলেন তিনি। চলতি বছর ঘরোয়া ও অন্যান্য সব ধরনের ক্রিকেটে বৈভব ৫টি সেঞ্চুরি করেছেন। এই অভূতপূর্ব পারফরম্যান্সই জাতীয় বাল পুরস্কারের জন্য তাকে নির্বাচিত করেছে।

প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দেওয়া হয়। এটি সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং খেলাধুলায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। দেশের তরুণদের অসামান্য অর্জনকে জাতীয়ভাবে সম্মানিত করাই পুরস্কারের মূল উদ্দেশ্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top