আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় বিপিএলের অবস্থান তলানিতে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৫:২২
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে দুর্বল লিগ হিসেবে চিহ্নিত হয়েছে। ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বিপিএলকে ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনামূলক বিশ্লেষণে সর্বনিম্ন অবস্থানে রাখা হয়েছে।
এই র্যাংকিংয়ে চারটি সূচক—বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক মান—ভিত্তিকভাবে লিগগুলোর মূল্যায়ন করা হয়। প্রতিবেদনে দেখা গেছে, এই চারটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে বিপিএলই সর্বনিম্ন স্কোর পেয়েছে। শুধু গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ লিগ সর্বশেষে থাকলেও বিপিএল সেখানে নবম অবস্থানে রয়েছে।
ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে শুরু হওয়া বিপিএলের মান ও গ্রহণযোগ্যতা সময়ের সঙ্গে সঙ্গে কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অব্যবস্থাপনা, আর্থিক জটিলতা এবং প্রশাসনিক অনিয়মের কারণে টুর্নামেন্টটির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বিপিএল—এই দুটি লিগই র্যাংকিংয়ের তলানিতে রয়েছে। এক সময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় লিগ হিসেবে বিবেচিত হওয়া বিপিএল সাম্প্রতিক এই বৈশ্বিক মূল্যায়নে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বড় প্রশ্নের মুখে পড়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।