শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে প্রতিশোধ নিল বাংলার বাঘিনীরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ১৫:৩৩

ছবি: সংগৃহীত

এক দিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই হতাশার রেশ কাটতে না কাটতেই দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার (২৩ জানুয়ারি) সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এই জয়ে ছেলেদের হারের প্রতিশোধ যেন সুদে-আসলে তুলে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচে একাই চার গোল করেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও নৌশি

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটেই কৃষ্ণার পাস থেকে ডান দিক দিয়ে আক্রমণে উঠে গোলমুখে বল বাড়ান মাতসুশিমা সুমাইয়া। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে গোলের খাতা খুলে দেন।

এরপর সাবিনার পাসে বাম পায়ের প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নৌশিন গোল করে লিড বাড়ান। মাত্র দুই মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন।

প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল করে পাকিস্তানকে পুরোপুরি দিশাহারা করে দেয় বাংলাদেশ। কৃষ্ণা ও সাবিনার গোলে বড় ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেললেও আক্রমণের ধার কমেনি। দ্বাদশ মিনিটে সাবিনার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। কিছুক্ষণ পর আনমোল হিরা একটি গোল শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান।

শেষদিকে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। এরপর দুরূহ কোণ থেকেও গোল করে নিজের চতুর্থ গোল পূর্ণ করেন অধিনায়ক সাবিনা। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত, যদিও একটি ম্যাচ কম খেলেছে তারা।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে সাবিনা-কৃষ্ণাদের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top