আফগানিস্তানে স্কুলে আত্মঘাতী হামলায় ১৮ শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৯:৫৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে আবারো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং বহু লোক হতাহত হয়েছে। শনিবারের (২৪ অক্টোবর) ঘটনাটি ঘটেছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে।

জানা গেছে, বিস্ফোরণের এসময় প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের ক্লাস চলছিল। আহত ও নিহত সবাই ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তবে,নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিয়া মুসলিম অধ্যুষিত দাশত্-এ-বারচি নামক ঐ এলাকাটিতে অনেক সাধারণত শিক্ষার্থী বসবাস করে। সেখানে বোমা হামলাটি করা হয় দুপুরের পর। হামলায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছে।

এনএফ৭১/আরওয়াই/এমকে/ ২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top