মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

৩টি ভিন্ন হামলায় নাইজেরিয়ায় নিহত অন্তত ৫৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৬

৩টি ভিন্ন হামলায় নাইজেরিয়ায় নিহত অন্তত ৫৭

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে তিনটি আলাদা স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত অন্তত ৫৭ জন। নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষের দাবি, জঙ্গি গোষ্ঠীর সদস্যরা এ হামলা চালিয়েছে।

স্থানীয় সময় সোমবার দেশটির নিরাপত্তাবিষয়ক কমিশনার স্যামুয়েল আরুওয়ান জানান, রবিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনাতেই অজ্ঞাত বন্দুকধারীরা মাদামাই গ্রামে হামলা চালালে ৩৪ জন গ্রামবাসী নিহত হন। হামলায় গুরুতর আহত আরও সাত জন। তিনি আরও জানান, হামলকারীদের লক্ষ্য করে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, কাদুনার আরও একটি চার্চে এক বন্দুকধারী হামলা চালায়। এতে নিহত হন একজন এবং গুরুতর আহত হন আরও কয়েকজন। অন্যদিকে, উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের দুর্গম এলাকার একটি সেনা ঘাঁটিতে হামলায় নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top