মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিশ্বে আবার বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৩:৪০

বিশ্বে আবার বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণে মারা গেছে ৬ হাজার ৪৭৩ জন। একই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৫৯৭।

করোনার সকল তথ্য সম্বলিত ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ লাখ ৭১ হাজার ৫৮ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১০ লাখ ৭৫ হাজার ৪৯ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৩৮৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে আছে ভারত। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তালিকায় এরপরেই রয়েছে তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া, ইতালি, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পেরু, ইরাক, থাইল্যান্ড, কানাডা, জাপান, চিলি, রোমানিয়া, বাংলাদেশসহ অন্যান্য দেশগুলো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top