শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Nasir Uddin | প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ১৫:৩৮

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে গোপনে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে সংবাদমাধ্যমটি। সূত্র বলছে, ট্রাম্প প্রশাসন ইরানকে আবারও আলোচনার টেবিলে আনতে কয়েকটি কৌশলগত প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা।

চারটি সূত্র থেকে সিএনএন জানতে পেরেছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন, যেগুলোর বেশিরভাগই প্রাথমিক পর্যায়ে এবং পরিবর্তনশীল। তবে একটি বিষয়ে অবস্থান ছিল অটল আর তা হলো ইরান কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, যদিও ইরান বরাবরই বলছে, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এটি প্রয়োজন।

সূত্রগুলো আরও জানায়, প্রস্তাবে ৬ বিলিয়ন ডলার ‘ফ্রিজ’ হওয়া তহবিল ছাড় দেওয়ার বিষয়ও রয়েছে। এই আলোচনাগুলোর নেতৃত্ব দিচ্ছেন মার্কিন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, “আমরা চাই একটি শান্তি চুক্তি। সকল প্রস্তাবই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে।”

হোয়াইট হাউসে গত সপ্তাহে গোপন বৈঠক হয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে উপসাগরীয় অংশীদারদের। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের মধ্যেই এসব আলোচনা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই প্রচেষ্টা কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ। বাস্তবায়িত হলে এটি ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top