মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাজনীতিতে ইলন মাস্ক! ট্রাম্প বলছেন, উদ্ধত ও বিভ্রান্তিকর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১৮:২৪

ছবি: সংগৃহীত

ইলন মাস্ক রাজনীতিতে নামছেন—এটাই ছিল বিস্ময়। কিন্তু তার থেকেও বড় বিস্ময়? ট্রাম্পের রেগে আগুন হওয়া! হ্যাঁ, মাস্কের ‘আমেরিকা পার্টি’কে ‘হাস্যকর’ বলেই উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কেন এত ক্ষুব্ধ ট্রাম্প? কী আছে মাস্কের নতুন রাজনৈতিক পরিকল্পনায়?

টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক এবার রাজনীতির মাঠে। ঘোষণা দিয়েছেন—গঠন করছেন নতুন রাজনৈতিক দল—আমেরিকা পার্টি। তার ভাষায়, রিপাবলিকান-ডেমোক্র্যাটের বাইরেও একটা বিকল্প থাকা দরকার।

কথায় আছে, চ্যালেঞ্জ না হলে বদল আসে না। মাস্কের পরিকল্পনাও ঠিক তাই—পুরোনো কাঠামো ভেঙে আনতে চান নতুন রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু মাস্কের এই উদ্যোগে একদমই খুশি নন ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়নে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প স্পষ্ট জানালেন—তৃতীয় দল? এটা তো হাস্যকর! বিভ্রান্তি ছাড়া কিছুই নয়! আরো বলেন, মাস্ক এখন একটা রেললাইনের বাইরে চলে যাওয়া ট্রেন—নিয়ন্ত্রণহীন।

ট্রাম্প প্রশাসনে মাস্ক ছিলেন ঘনিষ্ঠ মিত্র। সরকারি ব্যয় কমানোর ডিপার্টমেন্টেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মাস্ক। কিন্তু এখন? রাজনৈতিক মতপার্থক্য এবং বাজেট পরিকল্পনা নিয়ে মাস্কের প্রকাশ্য সমালোচনায় ভাঙন ধরেছে সেই সম্পর্ক।

ট্রাম্প সবচেয়ে বেশি ক্ষেপেছেন মাস্কের ‘ইভি বাধ্যতামূলক নীতি’ নিয়ে। তিনি বলছেন—এই প্রস্তাব মানুষকে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করতো। আর তাই নতুন কর আইনে সেই করছাড়ই বাতিল করে দিয়েছেন ট্রাম্প। তার মতে, গ্যাসচালিত হোক কিংবা হাইব্রিড—পছন্দ হওয়া উচিত জনগণের।

রাজনীতির ময়দানে এবার মুখোমুখি দুই টাইটান—ইলন মাস্ক বনাম ডোনাল্ড ট্রাম্প। একদিকে ‘নতুন বিকল্পের ডাক’, অন্যদিকে ‘দুই-দলের বাস্তবতা’। কে জিতবে এই লড়াইয়ে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top