মাত্র ৫ দিনেই মৃত্যুপুরী: ইরাকের মলে আগুনে পুড়ে ৫০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১৭:০৬

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর কুতে ঘটলো এক ভয়াবহ ট্র্যাজেডি—সদ্য চালু হওয়া একটি ‘হাইপার মল’-এ লাগা আগুন কেড়ে নিলো অন্তত ৫০ জনের প্রাণ। নিহতদের মধ্যে অনেকের মরদেহ চরমভাবে পুড়ে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ড শুরু হয় কুত শহরের নতুন এক শপিং মলে। প্রত্যক্ষদর্শীরা জানান—আগুন প্রথমে ছড়ায় মলের প্রথম তলা থেকে, তারপর মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন।
মলটি মাত্র ৫ দিন আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। রাতের সময় অনেকেই তখন মলের ভেতরে আটকে পড়েন। দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়ার দৃশ্য চলে ভোর ৪টা পর্যন্ত। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে জানান—এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত নয়, তবে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মলটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, এবং সেটাই এত বড় ক্ষয়ক্ষতির পেছনে অন্যতম কারণ।
গভর্নর ইতিমধ্যে ওয়াসিত প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া মলের মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। একটি আনন্দঘন বাণিজ্যিক প্রকল্প মাত্র ক’দিনেই হয়ে উঠলো মৃত্যুপুরী। প্রশ্ন উঠছে—নিরাপত্তাহীন এই ভবন কীভাবে চালু হলো?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।