রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মারা গেলেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১৬:৪২

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় কোমায় থাকার পর ১৯ জুলাই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৬ বছর।

রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে রাজপ্রাসাদ তার মৃত্যুর ঘোষণা দেয়।প্রিন্স আল ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য এবং প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র। তিনি প্রখ্যাত ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। প্রিন্স খালেদ এক্স-এ দেওয়া পোস্টে পুত্রের মৃত্যুর খবর জানান।
২০০৫ সালে লন্ডনের একটি সামরিক কলেজে পড়ার সময় সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান আল ওয়ালিদ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাকে অস্ত্রোপচার করতে হয় এবং তিনি কোমায় চলে যান। দীর্ঘ দুই দশক লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সামান্য নড়াচড়া করলেও আর জ্ঞান ফেরেননি।

তার মৃত্যুতে সৌদি আরবসহ আরব বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন প্রক্রিয়া মঙ্গলবার পর্যন্ত চলবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top