সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ফুড পয়জনিংয়ে নেতানিয়াহু কাবু—আদালত স্থগিত, অফিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১১:০৬

ছবি: সংগৃহীত

ইসরায়েলের আলোচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ অসুস্থ! খাবারে বিষক্রিয়া—অর্থাৎ ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে আপাতত অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করেছে নেতানিয়াহুর নিজ দপ্তর।

রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত না থাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই আসে আনুষ্ঠানিক ঘোষণা—রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নেতানিয়াহু। এরপর তার বাসায় যান অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক, ডা. আলোন হার্শকো।

চিকিৎসকদের ভাষ্য, নষ্ট খাবার খাওয়ার কারণে অন্ত্রে প্রদাহ তৈরি হয়েছে। দেখা দিয়েছে পানিশূন্যতা। এখন তিনি স্যালাইনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন, তবে অবস্থা স্থিতিশীল। এই অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি।

জানা গেছে, সোমবার ও মঙ্গলবার তিনি অফিসে যাবেন না, বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। আদালত এখন গ্রীষ্মকালীন ছুটিতে, তাই ৫ সেপ্টেম্বরের আগে নতুন করে শুনানির সম্ভাবনা নেই।

৭৫ বছর বয়সি নেতানিয়াহু এর আগেও নানা স্বাস্থ্য জটিলতায় ভুগেছেন। ২০২৩ সালে বসানো হয় পেসমেকার, হয়েছিল পানিশূন্যতা ও হৃদস্পন্দনের সমস্যা। চলতি বছরই হয়েছে হার্নিয়া ও প্রস্টেট অপারেশন, মার্চে ভুগেছেন ইনফ্লুয়েঞ্জাতেও। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা এই নেতার হঠাৎ অসুস্থতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে—তা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top