বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

গাজার মৃত্যু-মিছিল থামছেই না—তীব্র খাদ্য সংকটে মৃত আরও ১৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১৫:৪৭

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ একদিন পার হলো। ইসরাইলি বাহিনীর হামলায় মঙ্গলবার একদিনেই ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরাইলি অবরোধের কারণে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের, যাদের মধ্যে রয়েছে ২ জন শিশু।

আল জাজিরা জানিয়েছে—২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ১৪৭ জনের, এর মধ্যে ৮৮ জনই শিশু।

গাজার খাদ্য সংকট এখন চূড়ান্ত পর্যায়ে। মার্চে ইসরাইলের পূর্ণ অবরোধ আরোপের পর মে মাসে আংশিক ত্রাণ ঢুকলেও, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

জাতিসংঘের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেন—মানুষদের দেখে মনে হচ্ছে, তারা না বেঁচে আছে, না মরেছে—একটা চলমান লাশ।

জাতিসংঘের এক সম্মেলনে তিনি বলেন—শুধু নিন্দা যথেষ্ট নয়। যুদ্ধবিরতি, দুর্ভিক্ষ প্রতিরোধ ও বন্দিমুক্তির জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডে সাংবাদিকদের বলেন—গাজায় প্রকৃত অর্থেই দুর্ভিক্ষ চলছে, আর এর জন্য ইসরাইল বড় ধরনের দায় বহন করে।

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তবে পরদিন নিজের এক্স (টুইটার) পোস্টে তিনি স্বীকার করেছেন—পরিস্থিতি কঠিন এবং ইসরাইল মানবিক সহায়তায় কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top