গাজা যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ, সৌদি-ফ্রান্সের ঘোষণা ও ব্রিটেনের সতর্ক বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৬:২৬

২১ মাস ধরে গাজায় চলমান যুদ্ধ—ক্ষয়, মৃত্যু আর ধ্বংস। এই রক্তক্ষয় থামাতে একসঙ্গে কণ্ঠ মিলিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। জাতিসংঘে ফিলিস্তিন প্রশ্নে শান্তিপূর্ণ সমাধানের আন্তর্জাতিক সম্মেলনে সহসভাপতির দায়িত্বে রয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো। আর সেই সম্মেলন থেকেই এসেছে এক গুরুত্বপূর্ণ বার্তা—স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপের’ মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ডাক।
রিয়াদ ও প্যারিসের যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে—এই দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে, যা পরিচালিত হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায়। সঙ্গে, জাতিসংঘ ম্যান্ডেটে আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
ইসরাইলের প্রতি স্পষ্ট আহ্বান—ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় খোলাখুলি প্রতিশ্রুতি দিন। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখল, ভূমি অধিগ্রহণ ও সহিংসতা বন্ধ করুন। ঘোষণাপত্রে বলা হয়েছে—যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি, দখলদারিত্বের অবসান, সহিংসতা ও সন্ত্রাস বন্ধ—আর একটি স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে সহাবস্থান সম্ভব নয়।
বিশ্লেষকরা বলছেন, এই যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক কূটনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। আর তাতেই বাড়ছে আন্তর্জাতিক তৎপরতা। সবচেয়ে বড় বার্তা এসেছে যুক্তরাজ্য থেকে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়ে দিয়েছেন—সেপ্টেম্বরের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য, যদি যুদ্ধ বন্ধ ও শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না ঘটে। গাজায় থেমে নেই ধ্বংসের রোলার কিন্তু এবার, শান্তির জন্য লড়াইটা শুরু হলো কূটনীতির টেবিলে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।