যুদ্ধ না থামালে রাশিয়াকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১০:৫৪

রাশিয়াকে দিলেন সরাসরি সতর্কবার্তা—যুদ্ধ না থামালে গুরুতর পরিণতি ভোগ করতে হবে! বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার, ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সাথে কথা বলেন ট্রাম্প। আসছে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক হবে।
ট্রাম্প স্পষ্ট করে বলেন—বৈঠকের পর যদি পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে রাজি না হন, রাশিয়াকে শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞাসহ কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। তার ভাষায়—‘পরিণতি হবে গুরুতর।
তিনি জানান, আগের আলোচনার পর বাড়ি ফেরার সময় খবর পান—রকেট আঘাত করেছে কোনো নার্সিং হোম বা অ্যাপার্টমেন্টে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ। এই বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের কম্পিউটার সিস্টেম রাশিয়া হ্যাক করেছে বলে যে প্রতিবেদন এসেছে—তা নিয়েও পুতিনকে প্রশ্ন করবেন ট্রাম্প।
প্রথম বৈঠক সফল হলে দ্রুত দ্বিতীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে, যেখানে যোগ দিতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন—প্রথম বৈঠকে প্রত্যাশিত প্রতিক্রিয়া না পেলে দ্বিতীয় বৈঠক হবে না। দেখা যাক, শুক্রবারের বৈঠকে পুতিন কী সিদ্ধান্ত নেন—যুদ্ধের অবসান, নাকি নতুন সংকটের সূচনা!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।