ট্রাম্প-পুতিন আলাস্কায়, ভবিষ্যতে জেলেনস্কিও আলোচনায়?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫, ১৫:১৪

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার অ্যাঙ্কারেজে মুখোমুখি হবেন।

ছয় বছর পর প্রথমবারের মতো ট্রাম্প ও পুতিন সরাসরি বৈঠকে বসছেন। এবারের বৈঠকের বড় প্রশ্ন হলো—এটি কি ইউক্রেনে শান্তি নিয়ে আসবে? ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন যুদ্ধের অবসান বাস্তবায়নের চেষ্টা করছেন।

নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে তুলে ধরা ট্রাম্প আশা করছেন, ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে পুতিনের সঙ্গে এমন অগ্রগতি আনতে পারবেন যেখানে অন্যরা ব্যর্থ হয়েছেন। তবে বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার ট্রাম্প স্বীকার করেছেন, বৈঠক সফল হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। অর্থাৎ, পুতিনের সঙ্গে বৈঠক পুরোপুরি সফল না হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই সাক্ষাৎ ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পথ খুলতে পারে। তিনি এমনও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে ইউক্রেনীয় নেতা জেলেনস্কিও এই আলোচনায় অংশ নিতে পারেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top