ভিওএর ৫০০ সাংবাদিক বরখাস্ত, সংবাদস্বাধীনতায় আঘাত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১২:২০

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন।বিবিসির প্রতিবেদন অনুযায়ী—ভিওএর মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া ৫৩২টি পদ বাতিল করছে। সব শেষ হলে মাত্র ১০৮ জন কর্মী থাকবেন।
ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেছেন—এটি আমলাতন্ত্র কমাবে, কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। কিন্তু কর্মচারীদের ইউনিয়ন এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যম। সমালোচকরা বলছেন—এই ছাঁটাই সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর বড় আঘাত হানবে এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রভাব কমিয়ে দেবে। ভিওএ বর্তমানে টেলিভিশন, রেডিও ও অনলাইনে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।