লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় ১৫ নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনা। এলিভাদোর গ্লোরিয়া নামের ফানিকুলার বা ক্যাবল রেল হঠাৎ দ্রুত গতিতে নিচে নেমে গিয়ে একটি ভবনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এটি ভেঙে পড়ে যায়।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হওয়া এ দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও আছে, যাদের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহতদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখন পর্যন্ত বিদেশিদের পরিচয় জানা যায়নি।ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আজ বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রাজধানী লিসবনে তিন দিনের শোক পালন করবেন বলে জানিয়েছেন মেয়র কার্লোস মোয়েদা।

প্রায় ১৪০ বছর ধরে ব্যবহৃত এই ঐতিহাসিক ক্যাবল রেল দুর্ঘটনার পর শহরের সব ফানিকুলার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top