আজ রাতে বাংলাদেশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪

আজ রাতে মহাজাগতিক এক অসাধারণ দৃশ্য দেখা যাবে—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! বাংলাদেশ থেকেও আকাশ মেঘমুক্ত থাকলে এই গ্রহণ দেখা যাবে। আইএসপিআর জানিয়েছে, গ্রহণটি শুরু হবে রবিবার রাত ৯টা ২৭ মিনিটে, আর চলবে সোমবার ভোর পর্যন্ত—মোট সাত ঘণ্টা ২৭ মিনিট।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল আর দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা থেকে এটি দেখা যাবে না।
বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে আপনারাও হতে পারবেন এই বিরল মহাজাগতিক ঘটনার প্রত্যক্ষদর্শী। তাই আজ রাতেই চোখ রাখুন আকাশে!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।