সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি হলে বাফার জোনে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

ছবি: সংগৃহীত

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিচ্ছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে—যদি শান্তিচুক্তি হয়, তবে দুই দেশের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হবে।

এই বাফার জোন হবে বিশাল সামরিক নিরস্ত্রীকরণ এলাকা, যা পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা জোরদারে সেখানে সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো বহির্ভূত দেশ থেকে সেনা পাঠানো হতে পারে।

তবে আপাতত শান্তিচুক্তির সম্ভাবনা নেই বললেই চলে। আলাস্কায় সম্প্রতি ট্রাম্প ও পুতিনের বৈঠক হলেও মস্কো থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অবশ্য বলছেন—তারা আলোচনায় প্রস্তুত, তবে সরাসরি ভূখণ্ড বিনিময়ের মতো বিষয় নিয়ে কথা হবে শুধুই তার আর পুতিনের মধ্যে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আশ্বস্ত করেছে—যেকোনো চুক্তিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এজন্য অস্ত্র, যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অর্থাৎ যুদ্ধ থামাতে উদ্যোগ চলছে, কিন্তু শান্তি কতটা কাছে—সেটা এখনো অনিশ্চিত।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top