মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

নেপালে তীব্র বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ছবি: সংগৃহীত

নেপালজুড়ে তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার সচিব খবরটি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী ওলির স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ সুগম করতে তিনি পদত্যাগ করছেন।

রাজধানী কাঠমান্ডু ও নেপালের বিভিন্ন শহরে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ও আক্রমণের শিকার হয়।

সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি জানান, বিক্ষোভে দুইজন নিহত হয়েছেন এবং বর্তমানে ৯০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্নীতি, অর্থ পাচার, অনিয়ম ও সোশ্যাল মিডিয়া বন্ধের অভিযোগে দেশজুড়ে জেন-জি প্রজন্ম সোমবার থেকে বিক্ষোভ করছে। প্রথম দিনে পুলিশের গুলিতে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হন। পদত্যাগ করেছে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রীরা, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

শেষ পর্যন্ত মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেন, যা বিক্ষোভকারীদের একটাই দাবির পূরণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top