বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

নেপালে সেনা নিয়ন্ত্রণ, কারফিউ জারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

ফাইল ছবি

নেপালের আইনশৃঙ্খলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সেনারা বিধিনিষেধমূলক নির্দেশ জারি করে। এই নির্দেশ বিকাল ৫টা পর্যন্ত চলবে। এরপর সন্ধ্যা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভের আড়ালে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঠেকাতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। এক বিবৃতিতে সতর্ক করে বলা হয়, “এ সময়ে যেকোনো বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা ব্যক্তি ও সম্পত্তির ওপর হামলাকে অপরাধমূলক কাজ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া ধর্ষণের হুমকি ও নির্দিষ্ট ব্যক্তির ওপর হামলার ব্যাপারেও কড়া সতর্কতা দিয়েছে সেনারা।

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ নির্দেশনার বাইরে থাকবেন।

রাজনৈতিক অস্থিরতা ও পদত্যাগ

মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর পরপরই দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ভবন, আদালত ও মন্ত্রীদের বাড়িসহ বহু জায়গায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেয়।

এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ রাস্তায় নামেন এবং বিক্ষোভ সহিংস আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাপ্রধানই ওলিকে পদত্যাগের পরামর্শ দেন।

বিক্ষোভের কারণ

ফেসবুক-ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের দুর্নীতি ও বিচারহীনতার অভিযোগ ঘিরে আন্দোলন শুরু হয়। প্রথমদিকে এটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু গুলিতে হতাহতের পর আন্দোলন সহিংস রূপ নেয়।

নেপালে নীরবতা

বুধবার সকাল থেকেই সেনারা কাঠমান্ডু ও অন্যান্য শহরে টহল শুরু করে। কড়া নিয়মকানুন জারির পাশাপাশি অগ্নিসংযোগ হওয়া ভবনগুলোতে আগুন নেভানোর কাজ শুরু হয়। বিক্ষোভকারীরা মঙ্গলবার ফায়ার সার্ভিস আটকে রাখলেও বুধবার থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সকালের পর থেকেই নেপালে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হননি। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে দেশ এখন অনেকটাই শান্ত।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top