সারা বিশ্বের ১,৮০০ শিল্পীর ঘোষণা: ইসরায়েলের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

প্যালেস্টাইনে দুই বছর ধরে চলমান ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ৬৪ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও থামেনি এই দখলদার বাহিনীর বর্বরতা। এবার ফিলিস্তিনের ওপর হামলা বন্ধে শক্ত অবস্থান নিলেন বিশ্বের প্রায় ১,৮০০ শিল্পী।
হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা ঘোষণা দিয়েছেন—তারা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সাংস্কৃতিক বা চলচ্চিত্র-সম্পর্কিত কাজে অংশ নেবেন না।
যৌথ বিবৃতিতে শিল্পীরা জানিয়েছেন, তারা ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন না এবং দেশটিতে আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশ নেবেন না। এর ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভ্যাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ডোকাভিভ, তেলআবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ও টিএলভি ফেস্টের মতো গুরুত্বপূর্ণ আসরে অনুপস্থিত থাকবেন তারা।
‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’-এর বিবৃতিতে বলা হয়েছে, “এমন এক সংকটময় মুহূর্তে, যখন বিশ্বের বহু সরকার গণহত্যাকে সমর্থন দিয়ে চলেছে, তখন এই ভয়াবহতাকে রুখে দিতে আমাদের সবকিছু করতে হবে। ইসরায়েলি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই কখনো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ায়নি।”
বয়কটের ডাক দেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন—অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, আয়ো এডিবেরি, লিলি গ্ল্যাডস্টোন, মার্ক রাফেলো, হান্না আইনবাইন্ডার, পিটার সারসগার্ড, আইমি লু উড, পাপা এসিডু, গ্যয়েল গার্সিয়া বার্নাল, রিজ আহমেদ, মেলিসা বারেরা, সিনথিয়া নিক্সন, টিল্ডা সুইনটন, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, জশ ও’কনর প্রমুখ।
এ ছাড়া নির্মাতাদের তালিকায় আছেন—ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার ও মাইক লেই।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।