বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা। কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সংগঠন হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন হামাসের শীর্ষ নেতারা, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আশ্রয় নেওয়া হোটেল।

এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কাতার একে আখ্যা দিয়েছে “কাপুরুষোচিত আক্রমণ”, জাতিসংঘ মহাসচিব এটিকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন।

ইরান, ইয়েমেন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত—প্রায় সব মুসলিম দেশই এ হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে। আরব লীগ ও মালদ্বীপও ইসরাইলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে।

এমনকি ভ্যাটিক্যান থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রশ্ন উঠছে—গাজায় চলমান যুদ্ধের মধ্যেই কাতারে হামলা চালিয়ে ইসরাইল কি আঞ্চলিক সংঘাতকে আরও ভয়াবহ দিকে ঠেলে দিচ্ছে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top