শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব পাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, বিপক্ষে মাত্র ১০টি এবং ১২টি দেশ বিরত ছিল। প্রস্তাবটি উত্থাপন করেছে ফ্রান্স ও সৌদি আরব।

‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে বলা হয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। হামাসকে গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া দ্বিরাষ্ট্রীয় সমাধান জোরদার করার কথাও উল্লেখ আছে।

ইসরায়েল এই সমর্থনকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল–শেখ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনকে স্বাগত জানিয়েছেন।

এসময় গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৩ মাসে ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণ পরিকল্পনায় কার্যত ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ সংকীর্ণ হচ্ছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ সতর্ক করে বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top