নিউজিল্যান্ডে ফিলিস্তিন সমর্থনে মিছিল, হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনপন্থি মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় সমর্থনমূলক মিছিল।

শনিবারের মিছিলে প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন, যদিও পুলিশ এটিকে প্রায় ২০ হাজার হিসেবে জানিয়েছে। মিছিলকারীরা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার বহন করেন এবং ‘গণহত্যাকে স্বাভাবিক করবেন না’, ‘ফিলিস্তিনের সঙ্গে একতাবদ্ধ হোন’ স্লোগান দেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় এ পর্যন্ত ৬৪ হাজার ৭৫৬ জন নিহত হয়েছেন এবং খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। মিছিলের সময় শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করার চেষ্টা হয়েছিল, তবে প্রবল ঝড়ের কারণে তা সম্ভব হয়নি।

আয়োজকরা নিউজিল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন আগস্টে গাজায় ইসরায়েলি হামলাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top