পাকিস্তানের আফগান সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২

পাকিস্তানের আফগান সীমান্তে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের সঙ্গে দেশটির প্রতিরক্ষা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৯ পাকিস্তানি সেনা এবং ৩৫ তালেবান সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পৃথক তিনটি অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি আফগান সীমান্তঘেঁষা এলাকায় টিটিপির আস্তানায় সেনারা অভিযান চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।
পাক সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বাজাউর জেলায় ২২ জন এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন তালেবান নিহত হয়েছে। এ সময় দক্ষিণ ওয়াজিরিস্তানে ১২ জন সেনা প্রাণ হারান। লোয়ার দির এলাকায় আরেক অভিযানে সাত সেনা নিহত হন এবং ১০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়।
এদিকে টিটিপি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে। তবে ইসলামাবাদের দাবি, এই গোষ্ঠী আফগানিস্তানে অবস্থান করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এজন্য কাবুলের তালেবান সরকারকে পাকিস্তান আহ্বান জানিয়েছে—তাদের মাটি ব্যবহার করে যেন সন্ত্রাসী কার্যক্রম চালানো না হয়।
পাক সেনাবাহিনী নিহত বিদ্রোহীদের ‘খোয়ারিজ’ আখ্যা দিয়েছে। এছাড়া ইসলামাবাদ অভিযোগ করেছে, তালেবানরা ভারত মদদপুষ্ট, যদিও কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
ভারত বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সর্বশেষ সংঘর্ষে হতাহতের বিষয়ে আফগান তালেবান কিংবা নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।