চার্লি কার্ক হত্যার পর আবেগঘন ভাষণ দিলেন স্ত্রী এরিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪২

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে নিহত রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে স্মরণ করতে আবেগঘন ভাষণ দিয়েছেন তার স্ত্রী এরিকা কার্ক। লাইভস্ট্রিমে স্বামীর খালি চেয়ারের পাশে দাঁড়িয়ে এরিকা বলেন— ‘আমি তোমার স্মৃতি মরতে দেব না, তোমার কণ্ঠ অমর থাকবে।’
ভাষণের শুরুতে তিনি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে প্রার্থনা করেন। সম্প্রচার শুরু হয় কয়েক মিনিট নীরবতা দিয়ে, তখন ক্যামেরা ছিল খালি চেয়ারের দিকে।
এরিকা প্রথম প্রতিক্রিয়াদানকারীদের ধন্যবাদ জানান, যারা চার্লির জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এবং পরিবারের প্রতি সবার ভালোবাসার কথাও উল্লেখ করেন।
কান্নাজড়িত কণ্ঠে এরিকা বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আমার স্বামী আপনাকে খুব ভালোবাসতেন, আর জানতেন আপনিও তাকে ভালোবাসেন।
৩১ বছর বয়সী চার্লি কার্ক গত বুধবার বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সন্দেহভাজন হত্যাকারী টেইলর রবিনসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার্লির প্রতিষ্ঠিত টার্নিং পয়েন্ট ইউএসএ জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে তার স্মরণসভা অনুষ্ঠিত হবে, যেখানে জায়গা হবে ৬০ হাজারেরও বেশি মানুষের জন্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।