রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নেপালের কার্কি: ক্ষমতার স্বাদ নয়, ছয় মাসে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, তিনি ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার স্বাদ নিতে পদে আসেননি। বরং ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

রবিবার সিংহদারবারে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কার্কি সরকারি কর্মকর্তাদের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, মানুষ আমাকে বাধ্য করে দায়িত্ব নিতে বলেছে। আমি কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্য আসিনি।

তিনি আরও যোগ করেন, আমার বয়সও ক্ষমতার স্বাদ নেওয়ার নয়। এই অন্তর্বর্তীকাল সর্বোচ্চ ছয় মাস, এবং এই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করা হবে।

এদিকে, আন্দোলনের এক সপ্তাহ পর নেপালের জেন জি শিক্ষার্থীদের ক্লাস সোমবার থেকে শুরু হবে। কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অবকাঠামো পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top