গাজায় ইসরাইলি হামলায় যমজ ফিলিস্তিনি শিশুসহ বহু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

ছবি: সংগৃহীত

সোমবার (১৫ সেপ্টেম্বর) গাজায় আবারও ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। সোমবার সকালে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় ছয় বছরের যমজ ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন বৃদ্ধও নিহত হয়েছেন।

হামলার পর স্থানীয়দের কান্না ও অসহায় আর্তনাদে গোটা এলাকা শোকের ছায়ায় ভরে ওঠে। একজন বেঁচে যাওয়া ব্যক্তি বলেন, “আমরা কোথায় যাব? আমাদের তো আর কোনো ঘর নেই, টাকা নেই, এত দীর্ঘ পথ হেঁটে যাওয়া সম্ভব নয়।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৬৪ হাজার ৮৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০ জনেরও বেশি। এছাড়া শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও গাজায় রক্তপাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top