নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৭ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

ছবি: আল-জাজিরা

ইসরায়েলি সৈন্যরা আজ ভোরে নাবলুস শহরে ব্যাপক অভিযান চালিয়ে সাতজন ফিলিস্তিনিকে আটক করেছে। স্থানীয় সূত্র জানায়, ভোরে হঠাৎ করেই নাবলুস শহর চারদিক থেকে ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। এরপর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সৈন্যরা পাশের বারফুয়া গ্রামেও হানা দেয়। সেখানে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় গ্রাম থেকে আরও দুজন যুবককে ধরে নিয়ে যায় সেনারা।

ফিলিস্তিনি বাসিন্দাদের দাবি, পশ্চিম তীরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে দমননীতি চালিয়ে যাচ্ছে এবং বসতবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top