“ধাতব ইমপ্ল্যান্ট ছাড়াই হাড় জোড়া লাগাবে ‘বোন টু’ আঠা”
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির নতুন সংযোজন হলো ‘বোন টু’ বা হাড়ের আঠা। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম এই আঠা তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা।
সম্পূর্ণ জৈব উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটি শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং নিজে নিজেই শরীরের সঙ্গে মিশে যায়। ফলে ধাতব ইমপ্ল্যান্ট ব্যবহার ও পরবর্তীতে তা অপসারণের জন্য দ্বিতীয়বার অপারেশনের প্রয়োজন হবে না। ছয় মাসের মধ্যেই আঠাটি শরীরে মিশে যায়।
চীনের বিজ্ঞানী ড. লিন জিয়ানফং সমুদ্রের তলদেশে থাকা ঝিনুকের আঠালো শক্তি থেকে অনুপ্রাণিত হয়ে এই আঠা তৈরি করেছেন। ঝিনুকের প্রাকৃতিক আঠালো শক্তিকে অনুসরণ করে তৈরি এ আঠার ধারণ ক্ষমতা ২০০ কেজিরও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি রক্তভরা আর্দ্র পরিবেশেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।
ড. লিন জানান, দীর্ঘ গবেষণা ও ৫০টিরও বেশি ফর্মুলা পরীক্ষা করার পর অবশেষে সফলভাবে এই আঠা তৈরি করা সম্ভব হয়েছে। ইতোমধ্যেই ১৫০ জন রোগীর ওপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে।
চীন সরকার এ আবিষ্কারের আন্তর্জাতিক পেটেন্টের জন্য আবেদন করেছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ‘বোন টু’ আঠা চিকিৎসা বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।