ইসরাইলি হামলায় গাজায় স্কুল ধ্বংস, নিহত অর্ধশতাধিক ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫

ইসরাইলি সেনাদের ক্রমাগত হামলায় গাজা এলাকায় একটি স্কুল ধ্বংস হয়েছে। স্কুলটি ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ফিলিস্তিনি সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল আরও ৪৩ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পাশাপাশি, প্রায় ৪৫০,০০০ জন গাজা শহর ছেড়ে অজানা গন্তব্যে পালিয়ে গেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে "গাজার ইতিহাসে সবচেয়ে বর্বরতম" আখ্যায়িত করেছেন।
২০২৩ সাল থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৬৫,০০০ মানুষ মারা গেছেন এবং ১,৬৫,০০০ জন গুরুতর আহত হয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।