শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

কলকাতায় বসেই বরিশালের ইলিশ মোকামের ব্যবসা নিয়ন্ত্রণে আ.লীগ নেতা টুটুল

মিঠু মুরাদ | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০

ছবি: সংগৃহীত

কলকাতায় অবস্থান করেও বরিশালের ইলিশ মোকামের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল। সরকারের অনুমোদিত চারটি লাইসেন্সের মাধ্যমে তিনি ইতোমধ্যে প্রায় ২ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি করেছেন।

বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের আড়ত মালিক টুটুলের ব্যবসার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার। তিনি জানান, মোকামের নিয়ম অনুযায়ী টুটুলের ব্যবসা চলছে।

২০১৯ সাল থেকে টুটুল ইলিশ রপ্তানি শুরু করেন। এ বছর অনুমোদিত ৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি লাইসেন্স তার নামে- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, নাহিয়ান এন্টারপ্রাইজ এবং এআর এন্টারপ্রাইজ। এর মধ্যে তানিসা এন্টারপ্রাইজ বেনাপোল স্থলবন্দর দিয়ে ইতোমধ্যে ১,৩৬০ কেজি ইলিশ রপ্তানি করেছে।

কয়েকজন আড়তদার জানান, বর্তমানে যারা মোকাম নিয়ন্ত্রণ করছেন তারাই মূলত টুটুলের ব্যবসা সচল রেখেছেন। তবে টুটুলের কলকাতার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, “মোকাম তো আমার একার নয়। এখানে বিএনপি-আওয়ামী লীগসহ সব দল আছে। টুটুল নেই, কিন্তু তার লোকজন ব্যবসা চালাচ্ছে। সরকার অনুমতি দিয়েছে, আমি তো বাধা দেওয়ার কেউ নই।”

উল্লেখ্য, দৈনিক যুগান্তরে শনিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top