যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল ফিলিস্তিন
মিঠু মুরাদ | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৬

ইসরায়েলি দখলদারত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রোববার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যে নিগ্রহের শিকার এ দেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেয় এই তিন দেশ।
প্রথমে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এরপর অস্ট্রেলিয়া এবং সবশেষে যুক্তরাজ্য স্বীকৃতি জানায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক ভিডিও বার্তায় বলেন “শান্তি ও দ্বিরাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনি ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দিচ্ছে।”
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, এই স্বীকৃতি কানাডা ও ব্রিটেনের সঙ্গে যৌথ প্রচেষ্টার অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগ।”
জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা জানায় কানাডা ও অস্ট্রেলিয়া। তবে অধিবেশনের আগেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ঘোষণা করে দেশ দুটি।
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ২১ সেপ্টেম্বর যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
সূত্র : বিবিসি
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।