ফ্রান্সের ঐতিহাসিক সিদ্ধান্ত: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯

সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্সের এই ঘোষণায় ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হলো।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরুর আগে এক বিশেষ শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আর দেরি করতে পারি না। ফিলিস্তিনে শান্তি ফেরানোর সময় এখনই।

মাখোঁ আরও জানান, অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো এবং সান মারিনোও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেনও একই পথে হাঁটছে।

এর আগে, রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর মধ্য দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের মধ্যে চার দেশের কাছ থেকেই ফিলিস্তিন আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। ১৯৮৮ সালে রাশিয়া ও চীন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। একই বছরে বাংলাদেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top