মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ব্যাংককে ১৬০ ফুট গভীর গর্ত, ভাজিরা হাসপাতাল ঝুঁকিতে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৪

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামসেন রোডে ভয়াবহ ধস নেমেছে। এতে ভাজিরা হাসপাতালের সামনে সড়কের একটি বিশাল অংশ দেবে গিয়ে ১৬০ ফুট গভীর ও ১০০ ফুট প্রশস্ত একটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে এ ধস নামে। নিরাপত্তার জন্য ভাজিরা ও সাংঘির মধ্যে যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় দুসিত বিভাগ অফিস।

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, গর্তের কারণে টানেল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সংস্কারে অন্তত এক বছর সময় লাগতে পারে। তিনি জানান, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আসবে।

ধসের কারণে ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখা হয়েছে। প্রায় ৩ হাজার ৫০০ রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালের মূল ভবন অক্ষত থাকলেও ভূগর্ভস্থ কাঠামো ঝুঁকিতে নেই বলে নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া নিকটবর্তী ভবনগুলো থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গর্তে দুটি বৈদ্যুতিক খুঁটি ও পুলিশের একটি গাড়ি পড়ে গেছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি (এমইএ)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানিয়েছেন, গর্তটি ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের ওপর তৈরি হয়েছে। পাশের টানেলে মাটি ধসে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় একটি বড় পানির পাইপও ভেঙে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত গর্তের আশপাশের মাটি নড়াচড়া করছিল। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ তাতে গর্ত আরও বড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় ম্যাস রেপিড ট্রানজিট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top