ফিলিস্তিনকে স্বীকৃতি দিল পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রোববার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল।

তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি হল পর্তুগিজ পররাষ্ট্র নীতির মৌলিক ও অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন। ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্র সমাধান।” একইসঙ্গে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

র‍্যাঞ্জেল আরও বলেন, “ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানেই গাজায় চলমান মানবিক বিপর্যয় মুছে ফেলা নয়। ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানাচ্ছে পর্তুগাল।”

এর আগে একইদিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর মাধ্যমে যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি৭ সদস্য দেশ হিসেবে এই পদক্ষেপ নিল।

আগামী সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top