জাতিসংঘে ট্রিপল নাশকতা: ট্রাম্পের দাবি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১

জাতিসংঘের মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কিন্তু তিনি দাবি করেছেন, একই দিনে টানা তিনটি নাশকতা ঘটেছে তার বিরুদ্ধে। ট্রাম্পের অভিযোগ: এসকেলেটর হঠাৎ বন্ধ, তিনি ও মেলানিয়া প্রায় পড়ে যাচ্ছিলেন।
বক্তৃতার শুরুতেই টেলিপ্রম্পটার অন্ধকার হয়ে যায়। সাউন্ড সিস্টেম অকেজো হয়ে বিশ্বনেতারা শুনতে পাননি তার কথা। ট্রাম্প লিখেছেন: একটি নয়, দুটি নয়, তিনটি ভয়াবহ ঘটনা! তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং জাতিসংঘকে নিরাপত্তা ফুটেজ সংরক্ষণ করতে বলেছেন।
তবে জাতিসংঘের কর্মকর্তারা বলছেন—এসকেলেটর বন্ধ হয়েছিল সুরক্ষা ব্যবস্থার কারণে। টেলিপ্রম্পটার হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করছিল। আর সাউন্ড সিস্টেম আসলে ইয়ারপিস নির্ভর, তাই সমস্যা ছিল না। ট্রাম্পের অভিযোগ নাশকতা নাকি কেবল প্রযুক্তিগত ত্রুটি—সেটি এখনো রহস্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।