ট্রাম্প উপস্থাপন করলেন গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২১ পয়েন্টের পরিকল্পনা
নিউইয়র্ক থেকে সংবাদদাতা: | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার জানিয়েছেন, বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা আরব নেতাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি, পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েল ও তার প্রতিবেশীর উদ্বেগ সমাধান হবে।”
ট্রাম্পের পরিকল্পনার মূল বিষয়গুলো হলো:
-
গাজায় বন্দি সব জিম্মির দ্রুত মুক্তি
-
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা
-
গাজার প্রশাসনকে হামাস ও তার প্রভাবমুক্ত করা
-
পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার
বৈঠকে উপস্থিত কয়েকজন কূটনীতিক জানিয়েছেন, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছেন এবং কয়েকটি পয়েন্ট যোগ করার পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:
-
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা
-
জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা
-
গাজায় যুদ্ধের অবসান এবং সব ইসরায়েলি জিম্মির মুক্তি
-
গাজায় ত্রাণের প্রবেশ অবাধ রাখা
বৈঠকে অংশ নেওয়া এক কূটনীতিক সিএনএনকে বলেন, “একটি অসাধারণ এবং কার্যকর বৈঠক হয়েছে।”
উল্লেখ্য, সোমবার জাতিসংঘের সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনের একটি সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটেই ট্রাম্প আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র: সিএনএন
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।