গাজায় আরও রক্তক্ষয়, বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

ছবি: সংগৃহীত

গাজায় একটি নতুন রক্তক্ষয়কর সকাল প্রত্যক্ষ করতে হলো হতভাগা গাজাবাসীকে। ইসরায়েলি বিমান হামলায় আবারো বহু বাড়ি ধ্বংস হয়েছে।

হাজার হাজার ফিলিস্তিনি নিরাপত্তাহীনতার কারণে অজানা উদ্দেশ্যে গাজা ছেড়ে পাড়ি জমাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়, দেশটির সৈন্যদের এই হামলার সমর্থন জানিয়েছেন।

গাজার ওপর চলমান ইসরায়েলি আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় এ পর্যন্ত ৬৫,৫৪৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২০২৩ সাল থেকে ১,৬৭,৫১৮ জন আহত হয়েছেন।

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই হামলাকে অমানবিক হিসেবে অভিহিত করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top