বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

গাজায় হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় হামাসের ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আরও নয়জন আহত হয়েছেন। খবর জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা আল-জালা স্ট্রিটে ঘটে। আহতদের গাজা উপত্যকা থেকে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে ইয়াকভ হাসপাতালে এবং সেখান থেকে সোরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা আগে উত্তর গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। এক সপ্তাহেরও বেশি সময়ে এটি ইসরাইলের ভূখণ্ডে দ্বিতীয় হামলা।

ইসরাইলি সেনারা হামলার সময় বন্দুকধারীদের সঙ্গে গুলি বিনিময় করেন। নিহতদের একজন ট্যাংক শেলিংয়ে ও অপরজন তীব্র বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন। হামলার পর হামাস সদস্যরা পালিয়ে গেছে। ইসরাইলি সেনারা পালিয়ে যাওয়া তিনজন বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top