মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত থাকব: রিমা হাসান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

ছবি: সংগৃহীত

গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান জানিয়েছেন, “ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানব না।”

 

তিনি আরও আহ্বান জানিয়েছেন, বিশ্ব অর্থনীতি অচল করে দিতে এবং ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে গণআন্দোলন গড়ে তুলতে। নিজের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করে রিমা এ আহ্বান জানান।

 

তার দাবি, গাজা উপত্যকার কাছে পৌঁছার পর তাদের জাহাজ ইসরায়েলি হামলার শিকার হয়ে জব্দ হয়। এ সময় তিনি গাজার গণহত্যা বন্ধ ও ফ্লোটিলা মিশন সফলভাবে শেষ করার আহ্বান জানান।

 

প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top