ইসরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো হামাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:১৫

সংগৃহীত

দীর্ঘ যুদ্ধবিরতির পর গাজায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গোষ্ঠীটি ঘোষণা করেছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় কোনো নিরাপত্তা শূন্যতা সৃষ্টি হতে দেওয়া হবে না।

রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে। এসময় ইসরায়েলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। এদের বিরুদ্ধে হামাসের কর্তৃত্ব চ্যালেঞ্জ করা ও বিদেশি শক্তির সহযোগিতা করার অভিযোগ ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরাইলি আগ্রাসনে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা তৈরি হয়। হামাস এখন ধীরে ধীরে তাদের প্রশাসন ও নিরাপত্তা কাঠামো পুনর্গঠন করছে। গাজার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে।

হামাস সরকারের মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা বলেন, আমরা গাজায় নিরাপত্তা, শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে হামাস তার অস্ত্র সেই রাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো গাজায় হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top