মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় দুই ফিলিস্তিনি নিহত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১০:১৩

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চলাকালীন গাজা উপত্যকার মধ্যাঞ্চলে তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এক বিবৃতিতে এই দুই ফিলিস্তিনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আনাদোলুর।

ইসরায়েলি সেনাদের দাবি, পৃথক দুটি ঘটনায় ওই দুই ব্যক্তি ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে মধ্য গাজায় অবস্থানরত সৈন্যদের দিকে এগিয়ে আসছিলেন। এরপরই গুলি চালানো হয়।

‘ইয়েলো লাইন’ হলো যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে নির্ধারিত প্রত্যাহার সীমা, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এই রেখাটি গাজার পূর্বাঞ্চলের ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা এবং পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিদের চলাচলের অনুমোদিত এলাকার মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করছে।

যুদ্ধবিরতি চললেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন।

চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই পরিকল্পনায় গাজা পুনর্গঠন এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৬৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top