হলিউডে অভিষেক বিদ্যুৎ জামওয়ালের, ‘স্ট্রিট ফাইটার’-এ প্রকাশ্যে প্রথম লুক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬
‘কমান্ডো’ খ্যাত বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল এবার পা রাখলেন হলিউডে। ৪৫ বছর বয়সে হলিউডের আলোচিত সিনেমা ‘স্ট্রিট ফাইটার’–এর মাধ্যমে আন্তর্জাতিক পর্দায় অভিষেক হতে চলেছে তার। সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে সিনেমাটিতে বিদ্যুতের প্রথম লুক ও অফিশিয়াল ট্রেলার, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশ করা হয় ‘স্ট্রিট ফাইটার’-এর অফিসিয়াল ট্রেলার। সেখানে একেবারে ভিন্ন ও দুর্দান্ত লুকে দেখা গেছে বিদ্যুৎ জামওয়ালকে।
প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, বিদ্যুৎ মাথার চুল, দাড়ি ও গোঁফ সম্পূর্ণ ফেলে দিয়েছেন। মুখে রয়েছে লাল রঙের আঁচড়। গ্রাম্য আদিবাসী স্টাইলে তার হাতে মোটা ধাতব বালা, গলায় ভারী অলঙ্কার। মার্শাল আর্টের একটি শক্তিশালী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে, যা তার পরিচিত অ্যাকশন ইমেজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন বিদ্যুৎ। মন্তব্যের ঘরে ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা। অনেকেই বলছেন, হলিউডেও অ্যাকশন ঘরানায় ভারতীয় প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে চলেছেন এই অভিনেতা।
জানা গেছে, জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্রিট ফাইটার’–এর গল্পের আদলেই নির্মিত হয়েছে সিনেমাটি। এতে বিদ্যুৎ জামওয়ালকে দেখা যাবে বহুল পরিচিত চরিত্র ‘ধালসিম’–এর ভূমিকায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।