মরুর বুকে বরফের চাদর! সৌদিতে বিরল তুষারপাত
মরুভূমিতে শীতের রূপকথা: বরফে ঢাকল সৌদি আরব!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫
চিরচেনা তপ্ত বালুরাশি আর ধূ-ধূ মরুপ্রান্তর এখন রূপ নিয়েছে শীতের রূপকথায়! মরুর দেশ সৌদি আরবে দেখা মিলল বিরল তুষারপাতের।
সৌদির উত্তরাঞ্চলীয় তাবুক প্রদেশের জাবাল আল-লাওজ পাহাড়সহ হাইল ও রিয়াদের কিছু অংশে পাহাড় ও উঁচু ভূমি এখন সাদা বরফের চাদরে ঢাকা। তাপমাত্রা কোথাও কোথাও নেমে গেছে শূন্য ডিগ্রির নিচে।
জনজীবনে প্রভাব শুধু তুষারপাতই নয়, রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হয়েছে ভারী বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে রিয়াদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। স্থানীয়রা এই বিরল দৃশ্য দেখতে ভিড় করছেন পাহাড়ি এলাকায়।
আবহাওয়ার পূর্বাভাস সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর দিক থেকে আসা তীব্র শীতল বায়ুর কারণেই এই পরিস্থিতি। আগামী কয়েক ঘণ্টা তাপমাত্রা আরও কমতে পারে এবং বৃষ্টির সাথে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।