কানাডার পার্লামেন্টে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২২
কানাডার কনজারভেটিভ পার্টির এমপি মেলিসা ল্যান্টসম্যান পার্লামেন্টে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা ও নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছেন। তিনি পরিস্থিতিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ উল্লেখ করে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কানাডা সরকারের স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মেলিসা ল্যান্টসম্যান বলেন, যুবনেতা শরীফ ওসমান হাদির হত্যার পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুরসহ হামলা, ভয়ভীতি ও চরমপন্থী স্লোগানের ঘটনা বেড়েছে। তিনি সতর্ক করে বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যালঘুদের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে কানাডার, সুস্পষ্ট অবস্থান জরুরি।
এছাড়া, ভারতের পক্ষ থেকেও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।